তেলাপোকা পাওয়া যাবে না এমন কোন রান্নাঘর পাওয়া খুব দুস্কর। কোনভাবেই তেলাপোকামুক্ত করা সম্ভব না। কিন্তু চাইলে খুব সহজেই আপনি আপনার রান্নাঘর থেকে তেলাপোকা নিয়ন্ত্রণ করতে পারবেন।
তাহলে চলুন জেনে নেই তেলাপোকার উপদ্রব কমানোর জন্য আমাদের কি করতে হবে –
ঘরোয়া উপায়ে দূর করুন আপনার ঘরের উইপোকার উপদ্রব
উপকরন যা যা লাগবে :
৩ চামচ বেকিং সোডা/ বোরিক এসিড
১ টেবিল চামচ আটা
পানি
যেভাবে তৈরি করবেন –
১. সমপরিমাণ বেকিং সোডা/ বোরিক এসিড এবং আটা মিশিয়ে নিন। তারপর এতে অল্প অল্প করে পানি মেশান।
২.ভালো করে মেশানো হলে রুটির মতো ডো তৈরি করুন। খেয়াল রাখতে হবে যাতে ডো টা বেশি শক্ত বা নরম না হয়।
৩. এবার এই ডো থেকে ছোট ছোট বল তৈরি করে যেখানে যেখানে তেলাপোকার উপদ্রব বেশি সেখানে সেখানে রেখে দিন। কয়েকদিন পর পরীক্ষা করে দেখুন যে তেলাপোকা মরে পড়ে আছে।
এভাবে করে তেলাপোকার উপদ্রব কমাতে পারবেন এবং দেখা যাবে যে রান্নাঘরে তেলাপোকার উপদ্রব কমে যাচ্ছে।
সূত্রঃ https://www.foodmagazinebd.com/