পেস্ট কন্ট্রোল সার্ভিস নেয়ার আগে যেসব বিষয় লক্ষ রাখতে হবে:
১. প্রথমে ঘরের কোনায় আটকে রাখা ফার্নিচারগুলো সরিয়ে ফেলুন। কারন পোকামাকড়দের জন্য সবচেয়ে আকর্ষনীয় জায়গা হচ্ছে ঘরের কর্নারগুলো। সেখান থেকে ফার্নিচার সরিয়ে ফেললে পেস্ট কন্ট্রোল সার্ভিস এক্সপার্টদের জন্য সুবিধা হবে সব জায়গায় ঠিকমতো কেমিক্যাল স্প্রে করতে। এতে করে আপনার ফার্নিচারগুলোও রাসায়নিক স্প্রের সংস্পর্শে আসা থেকে সুরক্ষিত থাকতে পারবে।
২. এরপর আপনার জামাকাপড়, বাচ্চাদের খেলনা, জুয়েলারি মেকাপ বক্স, টয়লেট্রিস ইত্যাদি আলাদা করে প্লাস্টিকের ব্যাগে ভরে প্যাকেট করে ফেলুন। সম্ভব হলে প্যাকেটগুলো কেবিনেট বা ড্রয়ারের ভেতরে ঢুকিয়ে রাখুন। তারপর বাইরের ফাঁকা অংশ টেপ দিয়ে মুড়িয়ে দিন, যাতে করে কেমিক্যাল স্প্রে করার সময় সেটা ভেতরে না ঢোকে। বিছানার চাদর, বালিশ, সোফার কুশন, ম্যাট্রেসের কাভার ইত্যাদি খুলে ফেলে সরিয়ে ফেলুন।
পেস্ট কন্ট্রোল সার্ভিসের জন্য যোগাযোগ করুন
RB Pest control BD – 01911-252054
৩. এরপর রান্নাঘরের বাসনকোসন, প্লেট, খাবার ইত্যাদি সরিয়ে ফেলতে হবে। পানির ফিল্টার প্লাস্টিক দিয়ে মুড়িয়ে নিন। ডাস্টবিনে ময়লা থাকলে পরিষ্কার করে ফেলুন। বেসিন বা সিংক ঢাকার প্রয়োজন নেই।“ভিআইপিসেবাবিডি”
৪. বাড়িতে আপনার কোনো পোষা প্রাণী থাকলে তাদেরকে কিছু সময়ের জন্য অন্য কোথায় রেখে আসতে হবে। সাথে পোষা প্রাণীর খাবার, খাবারের প্লেট, অন্যান্য তৈজসপত্রও প্লাস্টিক দিয়ে প্যাকেট করে ফেলতে হবে।

৫. বাড়িতে অনেকের শখের পেইন্টিং বা ফুলদানী থাকে। কেমিক্যালে ক্ষতি হবার সম্ভাবনা থাকায় এগুলোও পেস্ট কন্ট্রোল সার্ভিস নেয়ার আগে সরিয়ে ফেলতে হবে।
৬. বাথরুম আগেই খালি করে ফেলতে হবে। বিশেষ করে আপনার টুথব্রাশ, শেভিং কিট, কসমেটিকস আলাদা প্যাকেটে সরিয়ে রাখতে হবে।