পেস্ট কন্ট্রোল সার্ভিসেস ইন ঢাকা

পেস্ট কন্ট্রোল কি? পেস্ট কন্ট্রোলের খুঁটিনাটি

পেস্ট কন্ট্রোল কি?

আমরা অনেকেই হয়তো পেস্ট কন্ট্রোল শব্দটা শুনেছি, কিন্তু এর পুরো অর্থটা জানি না। পেস্ট কন্ট্রোল হচ্ছে ঘরে বা অফিসের ক্ষতিকর পোকমাকড় দমন করার পদ্ধতি। শহরের মানুষ পোকমাকড়ের বিড়ম্বনায় বেশি পড়েন। পেশার প্রয়োজনে দিনের বেশিরভাগ সময় ঘরের বাইরে থাকতে হয় তাদের। এই সুযোগে ঘরে রাজত্ব বানিয়ে ফেলে ইঁদুর, ফ্লাই, মশা, তেলাপোকা, উইপোকা, ছারপোকা, ঘুন পোকার মতো বিরক্তিকর, আতঙ্ক-জাগানিয়া ও ক্ষতিকারক পোকামাকড়। সঠিক উপায়ে ও সবচেয়ে কম সময়ে এইসব পোকামাকড় দুর করার পদ্ধতিটাই হচ্ছে পেস্ট কন্ট্রোল।

পেস্ট কন্ট্রোলের খুঁটিনাটি:

ইঁদুর, ফ্লাই, মশা, তেলাপোকা, উইপোকা, ছারপোকাসহ অন্যান্য পোকামাকড় শুধু আমাদের ভেতরে যে শুধু আতঙ্ক ছড়ায় তা নয়, নানারকম রোগজীবাণুও ছড়াতে ওস্তাদ এগুলো। তাই ঘরে যদি আপনার ছোট বাচ্চা থাকে, অথবা বয়স্ক বা শারীরিক সমস্যায় ভুগছেন এমন কোনো রোগী পরিবারে থাকে তাহলে আপনার উচিত হবে পোকমাকড় দমনে RB Pest Control BD এর মাধ্যমে বাসা-বাড়ির পেস্ট কন্ট্রোল সার্ভিসটা দ্রুত নিয়ে ফেলা। তবে শুধু সার্ভিস নিয়েই যে নিশ্চিন্ত হয়ে যাবেন, ব্যাপারটা এমন না। পেস্ট কন্ট্রোল সার্ভিস নেয়ার আগে ও পরে কিছু বিষয় নিশ্চিত করা উচিত। কারন দিনশেষে আপনি যতই সার্ভিস নেয়ার মাধ্যমে সাময়িকভাবে পোকমাকড় দমন করেন, যে কোনো সময়ই এগুলো আবার ফিরে আসতে পারে। তাই চলুন জেনে নেই, পেস্ট কন্ট্রোল করার জন্য কয়েকটি কার্যকর টিপস।

Best Pest Services in Dhaka

পেস্ট কন্ট্রোল সার্ভিস

তেলাপোকা, উইপোকা, ছারপোকা, ইঁদুর, মশা, মাছি, টিকটিকি, সাপ ইত্যাদি অন্যান্য পোকামাকড় আতঙ্ক ছড়ানোর পাশাপাশি রোগজীবাণুও ছড়ায়। আপনার ঘরে ছোট বাচ্চা অথবা বয়স্ক বা শারীরিক সমস্যায় ভুগছেন পরিবারে মন কোনো রোগী থাকে আপনার উচিত হবে বাসা-বাড়ির পোকমাকড় দমনে পেস্ট কন্ট্রোল সার্ভিসেস বিডি এর পেস্ট কন্ট্রোল সার্ভিসটা দ্রুত নিয়ে ফেলা।

আপনার বাসা বাড়ী, অফিস বা কারখানায় পেস্ট কন্ট্রোলের জন্য RB Pest Control BD আছি আপনার পাশে

RB Pest Control BD – +8801911-252054

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *