কিভাবে আপনার বাসা বাড়ীকে তেলাপোকামুক্ত রাখবেন?

বাড়িকে তেলাপোকা মুক্ত করার ৫ উপায়

বর্তমান সময়ে এমন কোন বাসা খুঁজে পাওয়া যাবে না যেখানে তেলাপোকার অত্যাচার নেই। তেলাপোকা খুবই খারাপ প্রকৃতির পোকা। কারন, তেলাপোকা নাানা জীবানুযুক্ত স্থানে ঘুরে বেড়ায় এবং তা খাবার এবং অন্যান্য জিনিসপত্রে জীবানু ছড়িয়ে দেয়। সুতরাং- আপনার বাসা, অফিস বা অন্যান্য স্থাপনা তেলাপোকা মুক্ত রাখতে নিচের ঘরোয়া কাজগুলো করতে পারেন। দেখবেন খুব সহজেই আপনার ঘর তেলাপোকা মুক্ত হবে।

কীভাবে তাড়াবেন ঘরের তেলাপোকা–

১. কয়েকটা তেজপাতা গুঁড়া করে নিন। যেসব স্থানে তেলাপোকা আসতে পারে, সেখানে তেজপাতার গুঁড়া রেখে দিন। তেলাপোকা তেজপাতার গন্ধ সহ্য করতে পারে না। এটি তেলপোকা মারবে না কিন্তু তেলপোকাকে ঘর থেকে দূরে রাখবে।

২. সমপরিমাণে বেকিং সোডা ও চিনি মিশিয়ে যেসব ঘরে তেলাপোকা আনাগোনা সেখানে ছিটিয়ে দিন। তেলাপোকা এটি খাওয়ার সঙ্গে সঙ্গে মারা যাবে।

৩. একটি অ্যালুমিনিয়াম ক্যানে শসার কিছু খোসা নিয়ে তেলাপোকা আসার স্থানে রেখে দিন। দেখবেন তেলাপোকা উপদ্রব বন্ধ হয়ে গেছে। শসার খোসা অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে দুর্গন্ধ সৃষ্টি করে থাকে, যা তেলাপোকার মৃত্যু ত্বরান্বিত করে থাকে।

৪. একটি জারে প্রেট্রোলিয়াম জেলি ও আম, কলা বা আপেল ফলের খোসা রেখে দিন। ঘরের যে জায়গা দিয়ে তেলাপোকা প্রবেশ করে, সেখানে এই জারটি রেখে দিন। ফলের খোসার গন্ধ তেলাপোকাকে আকৃষ্ট করবে; আবার প্রেট্রোলিয়াম জেলি তেলাপোকাকে জারের ভেতরে ঢুকতে বাধা দেবে। তেলাপোকা যখন জারের চারপাশে এসে জমবে, তখন স্প্রে বা সাবানপানি ছিটিয়ে দিন। দেখবেন তেলাপোকা এক নিমিষে দূর হয়ে গেছে।

৫. একটি মগে এক লিটার পানি নিন এবং এতে একটি রসুনের কোয়া, একটি পেঁয়াজের পেস্ট এবং এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিন। এবার স্প্রে করে দিন সারা বাড়িতে বা যেসব জায়গায় তেলাপোকা বেশি আসে। দেখবেন তেলাপোকা আপনার বাসা থেকে দূর হয়ে গেছে।

কিভাবে ঘরোয়া পদ্ধতে ঘর থেকে ইঁদুর, তেলাপোকা দূর করবেন?

বিশেষভাবে নিচের পদ্ধতিগুলো ফলো করতে হবে —

১) চিনি ও বেকিং সোডার ব্যবহার: বেকিং সোডার গন্ধ তেলাপোকা একেবারেই সহ্য করতে পারে না। সমপরিমাণ চিনি আর বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে বাড়ির সব কোনায় কোনায় ছড়িয়ে দিন। চিনির গন্ধে তেলাপোকা আকৃষ্ট হয়ে বেকিং সোডা মিশ্রিত চিনি খেয়ে মারা পড়বে। সপ্তাহে দু’ দিন করে অন্তত তিন সপ্তাহ এই পদ্ধতিটি কাজে লাগাতে পারলে তেলাপোকার উপদ্রব থেকে একেবারে মুক্তি পাওয়া যাবে।

২) বোরিক পাউডারের ব্যবহার: বোরিক পাউডার মূলত একধরণের অ্যাসিডিক উপাদান যা পোকামাকড়ের যন্ত্রণা কমাতে সহায়ক। তবে তেলাপোকার উপদ্রব বন্ধ করার ক্ষেত্রেও বোরিক পাউডারের ব্যবহার করা চলে। ১ চামচ বোরিক পাউডার, ২ চামচ ময়দা বা আটা আর ১ চামচ কোকো পাউডার এক সঙ্গে ভাল করে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটি বাড়ির সব কোনায় কোনায় ছড়িয়ে দিন। তেলাপোকা এই মিশ্রণে আকৃষ্ট হয়ে বোরিক পাউডার খেয়ে মারা পড়বে। সপ্তাহে তিন দিন করে অন্তত দু’ সপ্তাহ এই পদ্ধতিটি ব্যবহার করতে পারলে তেলাপোকার উপদ্রব থেকে একেবারে মুক্তি পাওয়া যাবে।

৩) তেজপাতার ব্যবহার: তেলাপোকা তাড়ানোর সবচেয়ে সহজ ও সস্তা উপাদান হল তেজপাতা। তেজপাতার তীব্র গন্ধ তেলাপোকা একেবারেই সহ্য করতে পারে না। তেজপাতা গুঁড়ো করে বাড়ির সব কোনায় কোনায় ছড়িয়ে দিন। সপ্তাহে অন্তত দু’দিন এই ভাবে তেজপাতা গুঁড়ো ছড়িয়ে দিতে পারলে তেলাপোকার উপদ্রব থেকে একেবারে মুক্তি পাওয়া যাবে।

সূত্রঃ সময় টিভি এবং দৈনিক যুগান্তর

আপনার ব্যবসা প্রতিষ্ঠান, বাসা-বাড়ীর তেলাপোকা, ইঁদুর বা অন্যান্য পেস্ট কন্ট্রোলের জন্য বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানR.B Pest Control BD

তেলাপোকা মারার সহজ কৌশল

Comments are closed.