Best Pest Control in Bangladesh

পেস্ট কন্ট্রোল কি? কেন নিবেন পেস্ট কন্ট্রোল সার্ভিস

পেস্ট কন্ট্রোল নামটির সাথে অনেকেই পরিচিত। কিন্তু আমরা হয়ত অনেকেই জানি না, পেস্ট কন্ট্রোল নামের অর্থ কি? আসলে শহর থেকে গ্রাম সব যায়গায় ইঁদুর, তেলাপোকা, উইপোকা থেকে শুরু করে নানা রকমের কীটপতঙ্গ রয়েছে। এইসব কীটপতঙ্গ শুধু খাবার নষ্ট করে তাই নয়, ছড়ায় নানা রকমের রোগ জীবানু। আর কীটপতঙ্গ দমনের বা নিয়ন্ত্রণের নামই হচ্ছে পেস্ট কন্ট্রোল। গ্রামের তুলনাল শহরে ইঁদুর তেলাপোকা, উইপোকা সহ নানা রকমের কীটপতঙ্গের উপদ্রব খুব বেশি। শহরের মানুষ ব্যস্ত থাকায় কীটপতঙ্গ দমনে সময় পান । কারন, সময়ের সাথে সাথে কীটপতঙ্গ জীবনচক্র বদলে গিয়েছে। তাই বিজ্ঞানভিত্তিক পেস্ট কন্ট্রোলের বিকল্প নেই।

কেন নিবেন পেস্ট কন্ট্রোল সার্ভিসঃ

বর্তমান সময়ে বাসা বাড়ির পাশাপাশি অফিস, কারখানা থেকে শুরু করে সব যায়গায় পেস্ট কন্ট্রোলের প্রয়োজন হয়।

কীটপতঙ্গ দমনেঃ আপনার বাসা-বাড়ি, অফিস, কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট যে কোন যায়গায় ইঁদুর, তেলাপোকা, উইপোকার উপদ্রব যে কোন বাড়তে পারে। যা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ভয়ঙ্কর। বিশেষ করে হোটেল রেস্টুরায় কোন কীটপতঙ্গ থাকলে তা একদিকে ক্ষতিকর তেমিন নানা রকম জীবানু ছড়ায় । যার কারনে ব্যবসার মারাত্বক ক্ষতি হওয়ার সম্ভবনা থাকে। আর এসব যায়গায় প্রয়োজন পরে পেস্ট কন্ট্রোলের। RB Pest Control BD বৈজ্ঞানিক উপায়ে এবং পরিবেশ বান্ধব বিদেশি ক্যামিকেল ব্যবহার করে পেস্ট কন্ট্রোলের কাজ করে।

ব্যবসার পরিবেশ ঠিক রাখতেঃ প্রত্যেকটি ব্যবসার জন্য পরিবেশ রয়েছে। বিশেষ করে, আবাসিক হোটল বা রেস্টুরেন্ট এর পরিবেশ দরকার। যেন কোন প্রকার কীটপতঙ্গ প্রবেশ করতে পারে। মনে রাখতে হবে এসব কীটপতঙ্গ শুধু খাবার বার পরিবেশ নষ্ট করে তাই নয় , এরা শত শত রকমের ভয়াবহ রোগ জীবানু ছড়ায়। তাই আপনার ব্যবসার পরিবেশ ঠিক রাখার জন্য পেস্ট কন্ট্রোলের দরকার হয়।

আপনার বাসা বাড়ি, অফিস বা কারখানার ইঁদুর, তেলাপোকা, ছারপোকা, উইপোকাসহ ডে কোন পোকামাকর থেকে রক্ষা পেতে আমরা আছি আপনার পাশে

R B Pest Control BD

বিস্তারিত জানতে কল করুন …

01715486407

01911-252054 (WhatsApp)

অর্ডার করতে ভিজিট করুন …

Comments are closed.